ব্লগার/ব্লগস্পট কি:
হল গুগলের একটি সেবা, যার দ্বারা খুব সহজেই ফ্রীতে ব্লগ সাইট তৈরি করা
যায়। ব্লগস্পট খুব জনপ্রিয় হওয়ার কারন হচ্ছে এটি ব্যাবহার করা খুবই সহজ।
একটি ইমেইল ঠিকানা দ্বারা সাবডোমেন নিয়ে ব্লগস্পটে খুব সহজেই ব্লগিং করা
যায়।
ব্লগস্পটের ইতিহাসঃ ১৯৯৯ সালের ২৩শে আগস্ট ব্লগস্পট চালু হয়। মূলত
ব্লগিংকে সাধারণ মানুষের কাছে আরও সহজ করার জন্য ব্লগস্পটের যাত্রা শুরু
হয়। আর এই যাত্রায় ব্লগস্পট খুব সফল হয় কারণ ব্লগস্পট ব্যাবহার করা খুবই
সহজ। ২০০৪ সালের ৯ই মে গুগল ব্লগস্পটের নতুন ডিজাইন উন্মুক্ত করে এবং
পরবর্তী সময়ে আরও ৪/৫ বার ব্লগস্পটের নতুন ডিজাইন ও ফিচার যোগ করা হয়।
যদিও ব্লগস্পট দ্বারা সাধারণ ব্লগারদের অনেক উপকার হয় তার পরও এর কিছু
খারাপ ব্যাবহারের জন্য রাশিয়া, ইরান, তুরুস্ক, চিন, পাকিস্তান, মায়ানমার
সহ বিভিন্ন দেশে বিভিন্ন বার ব্লগস্পট বন্ধ করে দেওয়া হয়।
0 comments:
Post a Comment