তবে কিছু কথা সেটি হল আপনি যেসব ডিজাইন ওখানে আপলোড দিবেন তা সর্ম্পূণ কিন্তু আপনার তৈরি ও ভালোমান হতে হবে, না হলে তা কিন্তু তারা সেটি বিক্রির জন্য সো করাবে না। আর সব হতে হবে গ্রাফিক্সরিভার এর নিয়ম-নীতি অনুসারে। এবার দেখা যাক বিস্তারিত।
আপনাকে প্রথমে এখানে গিয়ে রেজিস্ট্রেসন করতে হবে। আপনি যে প্রোফাইল তৈরি করলেন এটা দিয়ে শুধু ওই সাইটেই না এনভাটো এর সব সাইটেই প্রবেশ করতে পারবেন। লগিন করার পর আপনাকে একটা MCQ পরীক্ষা মানে কুইজে অংশগ্রহন করতে হবে। এটিতে উত্তীর্ণ না হতে পারলে আপনি কোন কিছু আপলোড দিতে পারবেন না।উত্তীর্ণ হবার পর আপনি আপনার ডিজাইন ওই সাইট এ দিতে পারবেন। এর তারা আপনার ডিজাইন এর মান যাচাই করে তা পাবলিশ করে দেবে এবং ওরাই একটা মূল্য নির্ধারন করে দেবে। এরপর যতবার আপনার ডিজাইন সেল হবে আপনি ততবার তার ৪০% – ৫০% কমিশন পবেন। তাই আজ থেকেই আপনার কাজ শুরু করে দেন এবং উপার্জন করুন অর্থ। এটি কিন্তু উপার্জনের খবু সহজ উপায় অনলাইনের এই বিশ্বে।
0 comments:
Post a Comment