Sunday, November 24, 2013

গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে আয় করুন

By : Unknown
On : 9:17 AM
অনলাইনে টাকা রোজগার এর প্রচুর উপায় আছে. তার মধ্যে গ্রাফিক্স ডিজাইন এর চাহিদাই বেশি। আপনি যদি একজন দক্ষ ভালোমানের গ্রাফিক্স ডিজাইনার হোন তাহলে আপনার কাজের অভাব নেই, আপনি আপনার ডিজাইন বিক্রি করই অনেক ভালো অর্থ উপারজন করতে পারবেন। এই জন্য সারা ইন্টারনেট জগৎে রয়েছে হাজারও ওয়েবসাইট৷ আপনার সহায়তার জন্য আজ আমি আপনার পরিচয় করিয়ে দিব একটি ওয়ার্ল্ড ফেমাস বিশস্ত সাইটের সাথে, যার নাম হচ্ছে Graphicriver এখানে আপনি ক্যাটাগরি অনুযায়ী আপনার ডিজাইন বিক্রির জন্য প্রদর্শিত করাতে  পারবেন

তবে কিছু কথা সেটি হল আপনি যেসব ডিজাইন ওখানে আপলোড দিবেন তা সর্ম্পূণ কিন্তু আপনার তৈরি ভালোমান হতে হবে, না হলে তা কিন্তু তারা সেটি বিক্রির জন্য সো করাবে না। আর সব হতে হবে গ্রাফিক্সরিভার এর নিয়ম-নীতি অনুসারে। এবার দেখা যাক বিস্তারিত
আপনাকে প্রথমে এখানে গিয়ে রেজিস্ট্রেসন করতে হবে। আপনি যে প্রোফাইল তৈরি করলেন এটা দিয়ে শুধু ওই সাইটেই না এনভাটো এর সব সাইটেই প্রবেশ করতে পারবেন। লগিন করার পর আপনাকে একটা  MCQ পরীক্ষা মানে কুইজে অংশগ্রহন করতে হবে। এটিতে উত্তীর্ণ না হতে পারলে আপনি কোন কিছু আপলোড দিতে পারবেন না।উত্তীর্ণ হবার পর আপনি আপনার ডিজাইন ওই সাইট দিতে পারবেন। এর তারা আপনার ডিজাইন এর মান যাচাই করে তা পাবলিশ করে দেবে এবং ওরাই একটা মূল্য নির্ধারন করে দেবে। এরপর যতবার আপনার ডিজাইন সেল হবে আপনি ততবার তার ৪০% – ৫০% কমিশন পবেন। তাই আজ থেকেই আপনার কাজ শুরু করে দেন এবং উপার্জন করুন অর্থ। এটি কিন্তু উপার্জনের খবু সহজ উপায় অনলাইনের এই বিশ্বে

0 comments:

Post a Comment