Saturday, November 23, 2013

সফটওয়্যার ছাড়াই তৈরি করুন DOC To PDF

By : Unknown
On : 6:57 AM
ওয়ার্ড ফাইলকে অনেক সময়ই পিডিএফ ফরম্যাটে রূপান্তর করার প্রয়োজন পড়ে। এ জন্য প্রয়োজন পরে ওয়ার্ড টু পিডিএফ কনভার্টার সফটওয়্যারের।
কিন্তু এরকম কোনো সফটওয়্যার ছাড়াই এ কাজটি করা যায়। এ জন্য একটি মাইক্রোসফটের অ্যাড অন্স ইনস্টল করতে হবে। এক্ষেত্রে http://www.mediafire.com/?bwyihprk4vpzz6p এই লিঙ্ক থেকে অ্যাড অন্সটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
এবার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে যে কোনো একটি ওয়ার্ড ফাইল ওপেন করতে হবে। এবার অফিস বাটনে ক্লিক করে সেখান থেকে সেভ অ্যাজ (save as) অপশনে ক্লিক করতে হবে। এর পর দেখা যাবে, সেখানে সেভ অ্যাজ পিডিএফ (pdf) অপশনটি যোগ হয়েছে।
অপশনটিতে ক্লিক করে যে কোনো নামে সেভ করে একটু অপেক্ষা করতে হবে। 
একটু পরই পিডিএফ রিডারে সেই সেভ করা ফাইলটি ওপেন হবে।
উল্লেখ্য, অ্যাড অন্সটি শুধু মাইক্রোসফট অফিস সেভেনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য। 

0 comments:

Post a Comment