Sunday, November 24, 2013

যারা সরকারী অথবা বেসরকারি IHT বা MATS এ পড়েন তারা এই পোষ্টটি পড়ুন

By : Unknown
On : 9:03 AM
In :
এই পোষ্ট টা তাদের জন্য যারা সরকারী অথবা বেসরকারি IHT বা MATS এ পড়েন তাদের জন্য……
আপনারা জানেন যে বেসরকারি IHT তে দুটো সাখা আছে…সরকারী তে আছে কি না আমার জানা নাই। যাই হোক বেসরকারি তে তো আছে…আমি যত দূর জানি কারিগরি সাখায় ভর্তি হয় সাধারণত যারা,ARCH অথবা commerce,থেকে আসে,তারা
আর HEALTH সাখায় ভর্তি হয় যারা science থেকে আসে তারা…যারা IHT তে পড়েন
তারা জেনে থাকবে যে কিছুদিন আগে কারিগরি বোর্ড এর স্টুডেন্ট রা দেশের বিভিন্ন জায়গায় মানব বন্ধন করাছিল,কারন তারা HEALTH এর স্টুডেন্ট দের সমমান চেয়েছিল,বুঝাতে পারলাম না ত,মানে টা হচ্ছে এ রকম মেডিকেল faculty থেকে সুধু মাত্র হেল্‌থ এর স্টুডেন্ট দের জন্য চাকরির circulation দিত, কারিগরিড় জন্য দিত but খুব কম,তাই তারা মানব বন্ধন করেছিল ।।এবার বুঝাতে পেরেছি…মনে হয় পেরেছি
সরকার তাদের দাবি মেনে নিয়েছে…এখন হয়ত ভাবছেন তাতে PROBLEM কি।।আরে বাবা PROBLEM তো এখানেই ,আপনারা কি জানেন পরিক্ষায় ওদের short প্রশ্ন লিখতে হয় আর আমাদের(হেল্‌থ)এর স্টুডেন্ট দের brood প্রশ্ন লিখতে হয়,তা হলে দেখুন গাছের পরিচর্যা আমরা বেশি করছি আর ফলের ভাগ ওড়া HEALTHএর স্টুডেন্ট দের সমান পাচ্ছে, এটা কি আমরা মেনে নিতে পারি বলেন,প্রব্লেম সুধু এখানেই না, বড় প্রব্লেম টা তো এবার বলব , মেইন অ্যান্ড বিগ প্রব্লেম টা হল ওদের(কারিগরি দের) বিদেশ জাবার সুযোগ আছে কিন্তু আমাদের নাই, ওরা বিদেশ গিয়ে ডলার কামাবে আর আমরা…
ওরা সহজে সব কিছুর সুযোগ সুবিদা ভোগ করবে আর আমরা বশে আঙ্গুল চুসব…তাই কি হয় বলেন…তাই সবার উদ্দেসে বলছি সবাই নিজ নিজ অবস্তান থেকে এখুনি প্রস্তুতি নাও খুব শিগ্রী আন্দলন সুরু করতে হবে…অধিকার আদাইয়ের দাবিতে আমরা পিছিয়ে থাখব কেন… পোষ্ট টা সবাই shire করুন…।।

0 comments:

Post a Comment