Sunday, November 17, 2013
Payoneer এর মাস্টারকার্ড সাথে ২৫ ডলার একদম ফ্রি
Payoneer এর মাস্টারকার্ড এখন ইন্টারনেট ব্যবহারকারি প্রায় সবার কাছেই পরিচিত একটা নাম । নিজেদের সার্ভিসকে আরও জনপ্রিয় করতে Payoneer একটি আকর্ষণীয় অফার চালু করেছে । এই অফার এ আপনি Payoneer এর মাস্টারকার্ড এর জন্য আবেদন করে পাবেন একটি মাস্টারকার্ড সাথে ২৫ ডলার । তাই দেরি না করে , এখনি রেজিস্ট্রেশান করুন । রেজিস্ট্রেশান করতে নিচে ক্লিক করুন । Registration
রেজিস্ট্রেশান করার সময় আপনার সঠিক তথ্য দিন। এর জন্য আপনার জাতীয় পরিচয় পত্রের আইডি নম্বর অথবা ড্রাইভিং লাইসেন্স নম্বর অথবা পাসপোর্ট এর আইডি নম্বর প্রয়োজন হবে ।
যাদের কাছে Payoneer এর মাস্টারকার্ড আছে তারা এই অফার এর মাধ্যমে নিজের পরিচিতজনকে রেফার করে ২৫ ডলার করে পেয়ে যেতে পারেন ।
Payoneer একটি জনপ্রিয় অনলাইন প্রতিষ্ঠান । প্রায় সকল ফ্রীলান্সিং ওয়েবসাইট থেকে Payoneer এর মাস্টারকার্ড দেয়া হয়ে থাকে । Payoneer এর মাস্টারকার্ড ব্যবহার করে আপনি master card চিহ্নিত যেকোনো এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন । অথবা অনলাইন এ কেনাকাটা করতে পারবেন ।
0 comments:
Post a Comment