Monday, December 2, 2013

হলিউড অভিনেতা পল ওয়াকার

By : Unknown
On : 9:33 AM
হলিউড অভিনেতা পল ওয়াকার এর ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা ! 

জন্মগ্রহণঃ সেপ্টেম্বর ১২,১৯৭৩ ,Glendale, ক্যালিফোর্নিয়া, মার্কিন।
মৃত্যু বরনঃ নভেম্বর ৩০,২০১৩ (৪০ বছর বয়সী)।
ভ্যালেন্সিয়া, ক্যালিফোর্নিয়া, মার্কিন।
মৃত্যুর কারণঃ ট্রাফিক সংঘর্ষ।
পেশাঃ অভিনেতা।
কার্যকালঃ ১৯৮৫-২০১৩
পরিচিতিঃ ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’।
সন্তানঃ ১(Meadow Walker)।
অফিসিয়াল ফেসবুক পেজঃ Paul Walker
ব্যক্তিগত জীবনঃ
পল ওয়াকার সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া বাস করত এবং তার একটি পোষা কুকুর ছিল । তিনি এবং তার  বান্ধবী রেবেকা এবং মেয়ে Meadow থাকত । তার প্রথম আকর্ষণ ছিল সামুদ্রিক জীববিদ্যা ।
তিনি ২০০৬ সালে বিলফিশ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডে যোগদান করেন। তিনি জীবনে একটি  স্বপ্ন পূরণ করেন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল এ ‘এক্সপিডিশন গ্রেট হোয়াইট’ সিরিজ একটি
চরিত্রে অভিনয় করে, যা জুন ২০১০ সালে প্রিমিয়ার হয়েছিল। ২০১০ সালে হাইতির ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের জন্য তার সাহায্য হাত বাড়িয়ে দেন ।
মৃত্যু !!
হলিউডের বিখ্যাত অ্যাকশন ছবি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর নায়ক পল ওয়াকার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রাণ হারান এই হলিউড অভিনেতা। লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে ভ্যালেন্সিয়া এলাকায় তার প্রতিষ্ঠান ‘রিচআউট ওয়ার্লওয়াইড’-এর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ওয়াকারের ব্যক্তিগত ব্যবস্থাপকের উদ্ধৃতি দিয়ে রোববার বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।
এ সময় তার এক বন্ধুরও মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বন্ধুর গাড়িতে করে তিনি যাচ্ছিলেন। এ সময় ভ্যালেন্সিয়া এলাকায় তাকে বহনকারী গাড়িটি সড়কের পাশের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে লাল রংয়ের পোর্শে স্পোর্টস কারটি বিধ্বস্ত হয়ে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় গাড়িটিতে আগুন ধরে যায়। ওয়াকারের বন্ধু গাড়িটি চালাচ্ছিলেন। ৪০ বছর বয়সী এ অভিনেতা ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ ছবিটি প্রথম শুরু করেন ২০০১ সালে। এরপর ছবিটির ৬টি সংস্করণে তিনি অভিনয় করেছেন। এর ষষ্ঠ সংস্করণটি গত মে মাসে মুক্তি পায়। সপ্তম সংস্করণের নির্মাণ কাজ চলছিল। তিনি ছবিটির ‘ব্রিয়ান ওকোনো’  নামে গুপ্তচর চরিত্রের জন্য বিখ্যাত। তিনি উত্তেজনাপূর্ণ ‘ড্রামা আওয়ারস’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন, যা এ মাসেই মুক্তি পেয়েছে। দুর্ঘটনার পর ওয়াকারের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, পল ওয়াকার আর নেই। তার প্রতিষ্ঠান রিচআউট ওয়ার্ল্ডওয়াইডের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় তিনি মারা গেছেন।’ ইউনিভার্সাল পিকচার্স এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াকারের মৃত্যুর ঘটনায় তাদের স্টুডিও স্টাফদের সবারই মন ব্যথিত। উল্লেখ্য, প্রায় ১৪ বছর ধরে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের সাথে জড়িত ছিলেন ওয়াকার।
ভিডিও ফুটেজটি দেখতে পারেন!



চলচ্চিত্রের তালিকাঃ
Film
Year
Title
Role

1986 Monster in the Closet ‘Professor’ Bennett
1987 Programmed to Kill Jason
1994 Tammy and the T-Rex Michael
1998 Meet the Deedles Phil Deedle
1998 Pleasantville Skip Martin
1999 Varsity Blues Lance Harbor
1999 She’s All That Dean Sampson
1999 Brokedown Palace Jason
2000 The Skulls Caleb Mandrake
2001 The Fast and the Furious Brian O’Conner
2001 Joy Ride Lewis Thomas
2002 Life Makes Sense If You’re Famous Mikey
2003 Turbo-Charged Prelude Brian O’Conner
2003 2 Fast 2 Furious Brian O’Conner
2003 Timeline Chris Johnston
2004 Noel Mike Riley
2005 Into the Blue Jared Cole
2006 Eight Below Jerry Shepard
2006 Running Scared Joey Gazelle
2006 Flags of Our Fathers Hank Hansen
2007 Stories USA Mikey
2007 The Death and Life of Bobby Z Tim Kearney
2008 The Lazarus Project Ben Garvey
2009 Fast & Furious Brian O’Conner
2010 Takers John Rahway
2011 Fast Five Brian O’Conner
2013 Vehicle 19 Michael Woods
2013 Fast & Furious 6 Brian O’Conner
2013 Hours Nolan
2013 Pawn Shop Chronicles Raw Dog
2014 Brick Mansions Damien
2014 Fast & Furious 7 Brian O’Conner
Television
Year
Title
Role
Notes
1985 Highway to Heaven Eric Travers 1 episode
1986 Highway to Heaven Todd Bryant
1986–
1987
Throb Jeremy Beatty
1988 I’m Telling! Contestant
1990 Charles in Charge Russell Davis
1991 Who’s the Boss? Michael Haynes
1992–
1993
The Young and the Restless Brandon Collins
1994 CBS Schoolbreak Special Dill
1994 The Boys Are Back Jesse Hansen
1996 Touched by an Angel Jonathan
2013 Shark Week Himself
Music videos
Year
Artist
Song
1997 The Mighty Mighty Bosstones “Wrong Thing Right Then”
2003 Ludacris Act a Fool
Awards and nominations
Year
Award
Category
Film/TV Show
Result
2000 Young Hollywood Award Exciting New Face – Male
Won
2001 Hollywood Breakthrough Award Breakthrough Male Performance
Received at the Hollywood Film Festival

Won
Young Hollywood Award New Stylemaker – Male
Won
2002 MTV Movie Award Best On-Screen Team
Shared with Vin Diesel
The Fast and the Furious
Won
Breakthrough Male Performance
Nominated
2003 Teen Choice Award Choice Movie Chemistry
For Paul Walker and his car
2 Fast 2 Furious
Won
2009 Teen Choice Award Choice Movie Actor: Action Adventure Fast & Furious
Nominated
2011 Teen Choice Award Choice Movie Actor: Action Adventure Fast Five
Nominated

0 comments:

Post a Comment