আমারা অনেকে চাই যে আমাদের ফেসবুকের ছবি বা স্ট্যাটাসে হাজার হাজার লইক কমেন্ট হোক কিন্তু কজন আর পারে। আগে অনেক ওয়েবসাইট ছিল সব বন্ধ হয়ে গেছে কিন্তু এখন নতুন একটি ওয়েবসাইট এসেছে যার সাহায্যে আপনি সহজেই আপনার পেজের লাইক বাড়াতে পারবেন। চাইলে আপনার নিজের ছবির লাইক কমেন্ট বাড়াতে পারবেন।
শুধু ফেসবুক না, Twitter, Myspace, Instagram, Soundcloud সহ আরো অনেক সাইটের সাথে কাজ করতে পারবেন। আপনার ফেসবুকের Follower ও বাড়াতে পারবেন।
এটা হল লাইক এক্সচেঞ্জ, অনেকে হয়তো জানেন, জারা জানেন না তারা দেখে আসুন।
প্রথমে এখানে ক্লিক করুন।
পেজটা ওপেন হওয়ার পর Register এ ক্লিক করবেন এবং ফর্মটা পুরন করবেন। এবার Add and Manage Pages এ ক্লিক করে আপনার ইচ্ছামতো অপশন সিলেক্ট করে লিঙ্ক অ্যাড করেন। Credits এর জায়গায় ৯ সিলেক্ট করে দিন।
এবার আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগিন রেখে, Social Media Exchange এ গিয়ে অন্যের পেজে লাইক দিন, বিনিময়ে আপনিও লাইক পাবেন।
না বুঝলে ফেসবুকে জিজ্ঞেশ করেন
0 comments:
Post a Comment