Tuesday, February 25, 2014

Auto Pilot এর জগতে আপনাকে স্বাগতম!! এবার অনলাইনে আয় হবে ধুমছে!!!!

By : Unknown
On : 6:56 AM
একবার এক অলস ব্যক্তি একটি আম গাছে নীচে বসে আরাম করছিল। কিছু দূরে গাছ হতে একটি পাকা আম পরল। কিন্তু লোকটা এতটাই অলস যে আমটা নিয়ে খাওয়ার মত তার কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু আমসে খাবেই। পথে এক লোক যাচ্ছে তার কাজে, অলস ব্যক্তিটি তাকে ডাক দিয়ে বলল, ভাই আমটা একটু আমাকে খাইয়ে দেবেন? লোকটা মনে মনে চিন্তা করল নিশ্চই প্রতিবন্ধী অথবা কোন রোগে আক্রান্ত। তাই সে খাওয়াতে লাগল। কিছু ক্ষন পর পথিকটি জিজ্ঞেস করল ভাই আপনার এই অবস্থা হল কিভাবে? অলস ব্যক্তিটি বলল না ভাই। আমি ভাল আছি, আমি আসলে একটু অলস তো তাই নিজে ছুলে খেতে ইচ্ছা করছে না। পথিকটির মাথা গরম হয়ে গেল। সে কিছু না বলেই অলসকে মারতে আরম্ভ করল। কিছু দূরেই গাছের ছায়ায় বসা এক মানুষ আরো উৎসাহ দিচ্ছে তাকে মারার জন্য। তখন পথিক তাকে জিজ্ঞেস করল ভাই আপনি কেন এরকম করছেন? তখন লোকটি বলল ভাই ওই হারামিরে বলছিলাম, আমার মুখে এক কুকুর মূত্র ত্যাগ করছে, তাকে যেন তাড়াই দে। কিন্তু সে দে নাই।
ভাইয়েরা আমার যাদের এই রকম অবস্থা তাদের জন্য আমার আজকের এই টিউন।

অনেকের হোস্টিং ডোমেইন নিয়ে ব্লগ সাইট খুলছেন কিন্তু লিখতে বিন্দু মাত্র ইচ্ছা বা শক্তি নেই, তাদেরকে বলব, অটো ব্লগিং রোবট ব্যবহার করুন। কিভাবে পাবেন? গুগলে সার্চ দেন। সেটা করারও শক্তি না থাকলে আমাকে বলতে পারবেন।

আপনার সাইট কি পেনাল্টি হবে?
না ভাই, যদি আপনি লেখার শেষে সোর্চ দেন হবে না।
  • ব্র্যান্ডেড সাইট টার্গেট করুন।
  • ভাল সাইট টার্গেট করুন
আপনি যদি নিউজ সাইট চালান কিন্তু টাইমের অভাবে সাংবাধিকতা করছেন না, তাহলে auto blogging করে আপনার সাইট হতে টাকা কামান।
সুবিধাঃ
আপনার ছোট সাইটকে বড় করে তুলুন।
অটো নিউজ পাব্লিস
এফিল্কেট
কিভাবে টাকা আয় করবেন?
বিভিন্ন এড ফার্মে একাউন্ট খুলে আপনার সাইটে এড দেখান।

3 comments:

  1. টিউনারহোম তথ্যনির্ভর একটি প্রযুক্তির সাইট যেখানে আপনি আপনার প্রযুক্তির নানা জ্ঞানকে ছড়িয়ে দিতে পারবেন অনায়াসে। তাই আমরা চাই তথ্য প্রযুক্তির পথ চলা হক আরও সহজ ও সুন্দর। tunerhome.com
    লিখতেথাকুনপ্রযুক্তিরবাড়িতে

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. How can communicate with you for get auto blogging

    ReplyDelete