বিভিন্ন ভাবে ব্যাকগ্রাউন্ড ছবি change করা যায় । আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব ।
১। যে ছবির ব্যাকগ্রাউন্ড ছবি পালটাতে হবে সেইটা open করুন ।
২।একটি duplicate layer তৈরি করে প্রথমটি delete করে দিন ।
৩। ব্যাকগ্রাউন্ড ছবি পালটানোর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড ছবিটি ডিলিট করতে হবে । এর জন্য আমরা eraser tool use করব ।
ছবিতে দেখা যায় যে তিন ধরনের eraser tool আছে । প্রথমে বাহিরের অংশ গুলো
eraser tool দিয়ে ডিলিট করুন । এবং main ছবির কাছের অংশ background eraser
tool দিয়ে ডিলিট করুন । এর বিশেষ সুবিধা হচ্ছে এর দারা প্লাস চিহ্ন এর
জাইগার colour এর সাথে মিল আছে এমন জাইগাই শুধু ডিলিট হবে । ছবিতে দেখুন ।
আর উপরের মান গুলো আপনার সুবিধা মত পরিবর্তন করে নিতে পারেন ।
আর magic eraser tool দিয়ে ছবিতে কোন বিশেষ রঙের সম্পূর্ণ অংশ delete করতে
পারবেন । আমি আমার ছবিতে সবগুলো eraser tool ই ব্যবহার করেছি ।
৪। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড ছবি ডিলিট হয়ে গেলে আপনি ব্যাকগ্রাউন্ড এ যে ছবিটি দিতে চান তা open করুন ।
২ নম্বর ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড এ অ্যাড করব ।
৫। ২ নম্বর ছবিটা select করে copy করে প্রথম ছবিটায় past করুন ।
৬/ এবার lear অংশ হতে ছবির মত দুটি layer পাবেন । এর প্রথম টি drag করে দ্বিতীয় টিতে আনুন ।
৭। এবার নিচের move tool দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড এর add করা ছবিটি ছোট বড় দানে বামে সরানো সহ অন্যান্য editing করতে পারবেন ।
আশা করি আপনাদের এই পোস্ট টি ভাল লেগেছে ।
0 comments:
Post a Comment