Wednesday, November 27, 2013

আপনার ব্লগে যেভাবে ট্রাফিক বাড়াবেন- জেনে নিন এক্ষনি

By : Unknown
On : 11:21 AM
ব্লগিং শুরু করেছেন কিন্তু ভিসিটর চান না এমন কি হয়। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনার সাইট এ যেভাবে ভিসিটর বাড়াবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে লিখা আজকের এই পোস্ট। তাহলে চলুন জেনে নেওয়া যাকঃ
  • নিয়মিত আপনার সাইট এ ইউনিক আর্টিকেল লিখতে হবে। শুধু আর্টিকেল না আপনার সাইট এর প্রতিটি কন্টেন্ট ইউনিক হতে হবে কারণ গুগল এর হামিং বার্ড আপডেট এ জানা যায় তারা কন্টেন্ট এর উপর বেশি গুরুত্ব দিবে। আপনার সাইট এর রাঙ্ক কমার সাথে সাথে আপনাকে সাইট এ আর্টিকেল লিখার সংখ্যাও বাড়াতে হবে। ধরুন আগে আপনি প্রতিদিন ২ টি করে আর্টিকেল লিখতেন আস্তে আস্তে ৩ টি এর পর ৪ টি এভাবে বাড়াতে হবে কমানোর কোন সুযোগ নেই কারণ ওয়েব এ আপনার আর আমার চেয়ে বেশি প্রতিযোগিতা হয় একদিন এই অতল এ হারিয়ে যেতে পারেন।
  • আপনার ব্লগকে বিভিন্ন সার্চ ইঞ্জিন এ সাবমিট করুন।
  • আপনার সাইট এ ব্লগ রোল ব্যাবহার করুন এবং নিয়মিত আপডেট রাখুন।
  • আপনার নিজের সাইট এর রিলেটেড অনন্যা সাইট এ আপনার বিজ্ঞাপন দিন অথবা কমেন্ট করুন বিভন্ন প্রশ্নের উত্তরের মাধ্যমে।
  • লিঙ্কস এবং ট্রাক বার ব্যাবহার করতে হবে।
  • প্রতিটি পোস্ট এ ট্যাগ এবং কি ওয়ার্ড ব্যাবহার করতে হবে।
  • সার্চ ইঞ্জিন থেকে যদি ট্রাফিক পেতে চান তাহলে আপনার সাইট এর মেইন কি ওয়ার্ড এবং লিখার কি ওয়ার্ড এক রাখার চেষ্টা করুন।
  • বিভিন্ন সোসিয়াল সাইট এ আপনার সাইট শেয়ার করুন। সোসিয়াল সাইট বলতে ফেসবুক, গুগল প্লাস, ডিগ এগুলো বুঝায়।
  • অনলাইন এবং অফ লাইন এ আপনার সাইট বিভিন্ন মানুষ এর সাথে শেয়ার করুন।
  • আপনার সাইট এ বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করতে পারেন।
  • অনন্যা সাইট এ আপনার সাইট এর নাম ব্যাবহার করে সাহায্য করতে পারেন।
বন্ধুরা আজকে এই পর্যন্ত। পড়ার জন্য ধন্যবাদ আর আশাকরি কষ্ট করে পড়া কোন বিফল এ যাবে না। ধন্যবাদ সকলকে।

0 comments:

Post a Comment