ব্লগার টিউটোরিয়াল রাশেদের সাথে
· ব্লগার লেবেল-এ প্রদর্শিত পোস্ট সংখ্যা নির্দিষ্ট করে দিন।
অনেকের একই বিভাগে অনেক পোস্ট থাকে। ঐ বিভাকে ক্লিক করলে সব গুলো পোস্ট একসাথে show হয়। একসাথে সকল পোস্ট show হওয়া বন্ধ করে দিন।ব্লগ এ sing in করে Design থেকে Edit HTML এ ক্লিক করুন। তারপর টিক দিন Expand Widget Templates box. এ
তারপর search (Ctrl+F) করুন expr:href=’data:label.url’
এই লেখাটি পরিবর্তন করুন এই লেখায় expr:href=’data:label.url + “?max-results=6″‘
6 পরিবর্তন করে আপনি যেকোনো সংখ্যা দিতে পারেন। এই ৬ হল আপনি কয়টি পোস্ট show করতে চান।
· একটি স্ক্রলিং ব্লগ শিরোনাম ও বার্তা ব্যবহার করুন ব্রাউজার ট্যাব-এ
ব্লগ এ sing in করে Design থেকে Edit HTML এ ক্লিক করুন। তারপর টিক দিন Expand Widget Templates box. এতারপর search (Ctrl+F) করুন <head> তারপর নিচের কোড টি <head> এর উপরে past করুন
<script type=’text/javascript’>
//<![CDATA[
msg = "Name Of Blog Here - Message Here";
msg = " ....." + msg;pos = 0;
function scrollMSG() {
document.title = msg.substring(pos, msg.length) + msg.substring(0, pos); pos++;
if (pos > msg.length) pos = 0
window.setTimeout("scrollMSG()",200);
}
scrollMSG();
//]]>
</script>
Name Of Blog Here – Message Here আপনার ব্লগ name এবং messege লিখুন।
-
লেভেল থেকে লেভেল মেসেজ রিমুভ করে দিন।
আমার ব্লগ টি দেখতে পারেন।
ব্লগ এ sing in করে Design থেকে Edit HTML এ ক্লিক করুন। তারপর টিক দিন Expand Widget Templates box. এ তারপর search (Ctrl+F) করুন নিচের কোড গুলর মত লেখা
<b:includable id=’status-message’>
<b:if cond=’data:navMessage’>
<div class=’status-msg-wrap’>
<div class=’status-msg-body’>
<data:navMessage/>
</div>
<div class=’status-msg-border’>
<div class=’status-msg-bg’>
<div class=’status-msg-hidden’><data:navMessage/></div>
</div>
</div>
</div>
<div style=’clear: both;’/>
</b:if>
</b:includable>
এখন এই কোড গুলো পরিবর্তন(replacing) করুন নিচের কোড গুলো তে।
<b:includable id=’status-message’>
<b:if cond=’data:navMessage’>
<div>
</div>
<div style=’clear: both;’/>
</b:if>
</b:includable>
আমার এই ব্লগ নিয়ে টিউন গুলো পড়ে আপনার একটু উপকারিত হলেই আমার ব্লগ নিয়ে টিউন সার্থক হবে।
0 comments:
Post a Comment