Thursday, November 28, 2013

আপনার ব্লগ কে সুন্দর করে সাজান [পর্ব-৬]

By : Unknown
On : 5:05 AM

ব্লগার টিউটোরিয়াল রাশেদের সাথে

· ব্লগার লেবেল-এ প্রদর্শিত পোস্ট সংখ্যা  নির্দিষ্ট করে দিন।

অনেকের একই বিভাগে অনেক পোস্ট থাকে। ঐ বিভাকে ক্লিক করলে সব গুলো পোস্ট একসাথে show হয়। একসাথে সকল পোস্ট show হওয়া বন্ধ করে দিন।
ব্লগ এ sing in করে Design থেকে Edit HTML এ ক্লিক  করুন। তারপর টিক দিন Expand Widget Templates box. এ
 রাঙিয়ে তুলোন আপনার ব্লগস্পট ব্লগকে (মেগা টিউন) [পর্ব ৪]
তারপর search (Ctrl+F) করুন  expr:href=’data:label.url’
এই লেখাটি পরিবর্তন করুন এই লেখায়     expr:href=’data:label.url + “?max-results=6″‘
6 পরিবর্তন করে আপনি যেকোনো সংখ্যা দিতে পারেন। এই ৬ হল আপনি কয়টি পোস্ট show করতে চান।

· একটি স্ক্রলিং ব্লগ শিরোনাম ও বার্তা  ​​ব্যবহার করুন ব্রাউজার ট্যাব-এ

ব্লগ এ sing in করে Design থেকে Edit HTML এ ক্লিক  করুন। তারপর টিক দিন Expand Widget Templates box. এ
 রাঙিয়ে তুলোন আপনার ব্লগস্পট ব্লগকে (মেগা টিউন) [পর্ব ৪]
তারপর search (Ctrl+F) করুন <head>   তারপর নিচের কোড টি <head> এর উপরে past করুন
<script type=’text/javascript’>
//<![CDATA[
msg = "Name Of Blog Here - Message Here";
msg = " ....." + msg;pos = 0;
function scrollMSG() {
document.title = msg.substring(pos, msg.length) + msg.substring(0, pos); pos++;
if (pos > msg.length) pos = 0
window.setTimeout("scrollMSG()",200);
}
scrollMSG();
//]]>
</script>
Name Of Blog Here – Message Here  আপনার ব্লগ name এবং messege লিখুন।
  • লেভেল থেকে লেভেল মেসেজ রিমুভ করে দিন।

অনেকে সময় ব্লগ এর বিভাগে ক্লিক করলে নিচের ছবির মত লেখা দেখা জায়। এটা রিমুভ করার জন্য নিচের নিয়ম ফলও করুন।
tfujtfgjufgj রাঙিয়ে তুলোন আপনার ব্লগস্পট ব্লগকে (মেগা টিউন) [পর্ব ৪]
আমার ব্লগ টি দেখতে পারেন।
ব্লগ এ sing in করে Design থেকে Edit HTML এ ক্লিক  করুন। তারপর টিক দিন Expand Widget Templates box. এ তারপর search (Ctrl+F) করুন নিচের কোড গুলর মত লেখা
<b:includable id=’status-message’>
<b:if cond=’data:navMessage’>
<div class=’status-msg-wrap’>
<div class=’status-msg-body’>
<data:navMessage/>
</div>
<div class=’status-msg-border’>
<div class=’status-msg-bg’>
<div class=’status-msg-hidden’><data:navMessage/></div>
</div>
</div>
</div>
<div style=’clear: both;’/>
</b:if>
</b:includable>
এখন এই কোড গুলো পরিবর্তন(replacing) করুন নিচের কোড গুলো তে।
<b:includable id=’status-message’>
<b:if cond=’data:navMessage’>
<div>
</div>
<div style=’clear: both;’/>
</b:if>
</b:includable>
আমার এই ব্লগ নিয়ে টিউন গুলো পড়ে আপনার একটু উপকারিত হলেই আমার ব্লগ নিয়ে টিউন  সার্থক হবে।


 

0 comments:

Post a Comment