Thursday, November 28, 2013

কোথায় গ্রাফিক্স ডিজাইন বিক্রি করে আয় করতে পারবেন চলুন দেখে আসি

By : Unknown
On : 12:27 AM
বর্তমানে যারা গ্রাফিক্স ডিজাইন শিখছেন অথবা শিখেন তাদের জন্য নিয়ে এলাম গ্রাফিক্স ডিজাইন মার্কেট প্লেস।গ্রাফিক্স ডিজাইন বিক্রয়ের অনেক মার্কেট প্লেস রয়েছে।এগুলোতে গ্রাফিক্স ডিজাইন কেনা বেচা হয়ে থাকে।শত বাস্ততার মাজেও দেখা জায় অনেকে গ্রাফিক্স ডিজাইন বিক্রি করে অ আয় করে থাকেন।
এগুলোর মধ্যেঃ
১) www.graphicriver.net
২)       www.cafepress.com
৩)       www.zazzle.com
এই সাইট গুলো বেশ ভালো,বিশেষ করে www.graphicriver.net      কারন এটি এনভাটর একটি অংশ বিশেষ।এনভাটর এর বেশ কিছু সাইট রয়েছে।যাই হোক graphicriver.net এই সাইট কাজ করে বড় শপিং মলের মত,বিভিন্ন ডিজাইন ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখে পাশে মূল্য লেখা থাকে এবং কোন ডিজাইন কত বার সেল হয়েছে তাও দেখা জায়। এখানে কাজ করতে হলে এদের নিয়ম অনুজায় আপনাকে ডিজাইন সাবমিট করতে হবে।ওদের পছন্দ হলে একটি মূল্য নির্ধারণ করে সাজিয়ে রাখবে।আপনার ডিজাইন যতবার বিক্রি হবে ততবার আপনার অ্যাকাউন্ট এ টাকা জমতে থাকবে।এখানে জমা দেবার প্রজেক্ট ডিজাইন তৈরির সময় আলাদা আলাদা লেয়ার করতে হবে।কারন যিনি কিনবেন তিনি এডিট করতে পারেন।ওদের নির্দেশিকা পড়ে নিলে সব কিছু বুজতে পারবেন।

0 comments:

Post a Comment