Monday, November 18, 2013

ছবির মধ্যে ফাইল লুকিয়ে রাখুন * জানতে হলে এদিকে আসুন

By : Unknown
On : 10:36 AM
গোপনীয়তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ফাইল লুকানোর প্রয়োজন হতে পারে। চাইলেই যেকোনো ছবির মধ্যে ফাইলটি লুকিয়ে রাখা যায়। এজন্য যে ফাইলটি লুকাবেন সেটি,যেকোনো ছবি এবং উইনরার সফটওয়্যার প্রয়োজন পড়বে। উইনরার সফটওয়্যারটি http://goo.gl/jDxqw ঠিকানা থেকে নামিয়ে ইনস্টল করে নিন। ভিডিও ফাইল হলে abc.mp4 এবং photo.jpg ফাইল দুটিকে কপি করে D: ড্রাইভে রেখে দিন। এবার যদি abc.mp4 ফাইলটি ছবির মধ্যে লুকিয়ে রাখতে মাউসে রাইট বাটনে ক্লিক করে add to archive নির্বাচন করুন।
নতুন উইন্ডোজ আসলে archive name এ abc.mp4.rar লিখে OK করুন। এবার Run এ যেয়ে cmd লিখে এন্টার করুন। কমান্ড প্রমট ওপেন হলে D: লিখে এন্টার দিন। এখন copy /b photo.jpg+abc.mp4.rar xyz.jpg লিখে এন্টার দিন। দেখবেন D: ড্রাইভে xyz.jpg নামে নতুন ফাইল আসবে। এই ফাইলটির মধ্যে abc.mp4 নামের ভিডিও ফাইলটি লুকানো আছে। মূল ফাইলটি দেখতে হলে রাইট বাটনে ক্লিক করে open with থেকে উইনরার সফটওয়্যার নির্বাচন করে খুলতে হবে। ভালো লাগলে লাইক-কমেন্ট করবেন।

0 comments:

Post a Comment