আমরা মাঝে মাঝে যে সমস্যার সম্মুখিন হই
তা হল কোন কিছু ডাউনলোড
করতে নিলে বা সেইভ করতে নিলে বারবার
হ্যাং করে। এক্ষেত্রে সেটা হতে পারে ইমেজ,
ওয়েবপেইজ বা এই টাইপের যেকোন
ডেটা
তো আজকে আমি এর সমাধান নিয়েই
আলোচনা করবো। হ্যাং এর সমাধান আমরা দুই
ভাবে করতে পারি। হিষ্টোরি ক্লিন
করে বা ডাউনলোড লোকেশান পরিবর্তন
করে।
ডাউনলোড হিষ্টোরি ক্লিনিং :
1. মেনু বার থেকে Tools>>Download
s.ডাউনলোডলিষ্ট খুলুন।
2. Clear List ক্লিক করে ডাউনলোডেড লিষ্ট
ক্লিয়ার করুন।
3. ব্যাস, এবার সেম্পল ফাইল নামিয়ে চেক
করে দেখুন আর প্রথম পদ্ধতিতে কাজ
না হলে ২য় পদ্ধতি দেখুন।
ডাউনলোড ফোল্ডার পরিবর্তন:
1. মেনু বার থেকে Tools>>Options এ যান
2. General ট্যাবে যান, তারপর
Downloads>>Save files to>>Browse
বাটনে ক্লিক করুন.
3. নতুন লোকেশান দেখিয়ে দেন. ব্যাস এবার
নির্ভেজাল ভাবে ডাউনলোড করুন ফায়ারফক্স
থেকে।
0 comments:
Post a Comment