Thursday, December 5, 2013

আপনার সাইটকে এলেক্সাতে ভেরিফাই করবেন কিভাবে

By : Unknown
On : 11:53 AM
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়ে এটি আমার প্রথম লেখা।একটা সাইটের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কতটা জরুরী সেটা বলার সেটা অবশ্যই একটু হলেও জানেন।আজ আমি দেখাব এলেক্সাতে কিভাবে কোন ব্লগকে ভেরিফাই বা দাবি করবেন।


 
এলেক্সা কি?
এলেক্সা প্রথিবীর ভিতরে একটা নামকরা সাইট।এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত করা হয় শুধু মাত্র সাইটকে বিশ্লেষণ করার জন্য। বর্তমানে এর প্রচুর ভিজিটর।এরা সারা প্রথিবীর সব সাইটকে বিশ্লেষণ করে রাঙ্কিং তৈরি করে থাকে।এর মাধ্যমে আপনার সাইট বা ব্লগ কেমন উন্নতি করছে বা এর বর্তমান ওয়ার্ল্ড রাঙ্কিং বা দেশের ভিতর এর রাঙ্কিং জানতে পারবেন।এরা দুই ধরনের রাঙ্কিং দেখায় একটা ওয়ার্ল্ড রাঙ্কিং এবং দেশভেদে রাঙ্কিং কেমন সেটা দেখায়।এলেক্সাতে রাঙ্কিং বাড়াতে এখানে ভেরিফাই বা দাবিকরা হয়।ভেরিফাই করলে আপনার সাইটের রাঙ্কিং অনেকটা বেড়ে যাবে।
কিভাবে ভেরিফাই করবেনঃ
১। প্রথমে http://www.alexa.com/ এ যান।
২। এখানে একটা নতুন অ্যাকাউন্ট করুন এরপর লগিন করুন।


৩।এবার এলেক্সা সাইট অনারে যান।
৪। এবার Select verify সিলেক্ট করুন এবং নিচে আপনার সাইটের বা ব্লগের অ্যাড্রেস দিন।
৫। এবার চারটি প্যাকেজ এর মধ্যথেকে ফ্রী সিলেক্ট করুন।

৬। সাইন আপ বাটনে ক্লিক করার পর দুইটা অপশন আসবে। আপনি যদি ব্লগার দিয়ে ভেরিফাই করতে চান তাহলে মিতা ট্যাগটি পছন্দ করুন এবং এই ট্যাগটি আপনার ব্লগের ট্যাগের নিচে পেস্ট করে দিন।
 
৭। এবার টেমপ্লেটটি সেভ করুন।এবং আবার এলেক্সাতে যান।এবার Verify my ID তে ক্লিক করুন।
৮। যদি ভেরিফাই হয়ে যায় তবে নিচের মত ছবি আসবে।

৯।এবার আপনার সাইটের বিস্তারিত যোগ করুন যেমন সাইটের টাইটেল,বর্ণনা,দেশ ইত্যাদি।
১০।এবার সেভ করুন আশা করি আপনি সব সফল ভাবে পেরেছেন।

আপনি যদি সফল ভাবে ভেরিফাই করতে পারেন তাহলে নিয়মিত আপনার সাইটে পোস্ট করুন দেখবেন আপনার সাইটটি রাঙ্কিং এ উন্নতি করছে।

0 comments:

Post a Comment