এটার মাধ্যমে আপনার সর্বশেষ লেখা গুলো দেখা যাবে।আশা করি আপনার ভালো লাগবে তবে আর দেরি কেন আসুন দেখে নিই কিভাবে যোগ করবেন।
১। ব্লগে প্রবেশ করুন।কিভাবে সাম্প্রতিক লেখা দেখাবেনঃ
২। Layout এ যান।
৩। এবার Add A Gadget এ ক্লিক করুন।
৪। HTML/Javascript সিলেক্ট করুন।
৫। এবার নিচের কোডগুলো সিলেক্ট করে খালি বক্সে পেস্ট করুন
<link href="https://dl.dropboxusercontent.com/u/137869302/style.css" type="text/css" rel="stylesheet" /><script src="https://dl.dropboxusercontent.com/u/137869302/json.js"></script><script type='text/javascript'>
var numposts = 5;
var showpostthumbnails = true;
var displaymore = false;
var displayseparator = false;
var showcommentnum = false;
var showpostdate = false;
var showpostsummary = false;
var numchars = 100;</script><script type="text/javascript" src="http://www.24tectunes.blogspot.com/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=labelthumbs"></script>
এবার দেখে নিন কিভাবে আপনার নিজের পছন্দ মত সব পরিবর্তন করে নিবেন।
> numposts=5 : এখানে সংখ্যাটি হলো আপনি কতটি লেখা দেখাতে চান।
> showpostthumbnails=true : এখানে true দেয়ার মানে ছবি দেখা যাবে এই ব্লগের মত।false দিলে ছবি দেখা যাবে না।
> displaymore=false : more লেখাটি থাকবে কিনা? false দিলে থাকবে না,True দিলে থাকবে।
> showcommentnum=false : লেখার সাথে কয়টি মন্তব্য আছে সেটা দেখাবে true থাকলে আর false থাকলে দেখা যাবে না।
> showpostdate=false : লেখাটি কবে লেখা সেটা দেখা যাবে True দিলে,false দিলে দেখা যাবে না।
> showpostsummary=false : লেখার সংক্ষিপ্ত বিবরন দেখাতে true লেখুন,না দেখাতে চাইলে false লেখাই তো আছে।এবং তার নিচে '১০০' এটা বিবরন কত অক্ষরের হবে সেটা দেয়া যাবে।
৬। আপনার পরিবর্তন করা হলে এবার সেভ করুন এবং দেখুন আপনার ব্লগটি।আশা করি খুব সুন্দর দেখা যাচ্ছে।
0 comments:
Post a Comment