Saturday, December 7, 2013

VueScan Pro -পৃথিবীর সবথেকে বিখ্যাত স্ক্যানার সফটওয়্যার।

By : Unknown
On : 10:51 AM
হ্যালো আজকে আপনাদের Mac OS XWindows অথবা Linux-এর জন্য নিয়ে এলাম একটা দারুন স্ক্যানিং সফটওয়্যার, অর্থাৎ এটা ছবি স্ক্যান করার জন্য তৈরী একটা প্রোগ্রাম যেটা বেশীরভাগ উচ্চ মানের স্ক্যানার/স্ক্যানার+প্রিন্টার আর ডিজিটাল ক্যামেরার সঙ্গে কাজ করে এবং দারুন নিখুঁত ও সঠিক কালার ব্যাল্যান্সযুক্ত ছবি তৈরী করে। 
সফটওয়্যারটা সারা বিশ্বে ফটোগ্রাফার, বাড়িতে ব্যবহারকারী, স্ক্যানিং পরিষেবা এবং কর্পোরেশন স্ক্যানিং-এর জন্য বহুলভাবে ব্যবহৃত হয়। এটা ব্যবহারে খুবই সোজা, এছারাও বিবর্ণ (ফেড) হয়ে যাওয়া ছবিকে ঠিক করতে এটা এক্সপার্ট। এছাড়াও এটাতে ব্যাচ স্ক্যানিং জাতীও সুবিধা আছে যেটা পেশাদার ফটোগ্রাফাররা ব্যবহার করে থাকে।
VueScan আপনার সিস্টেমের কোন পরিবর্তন ঘটায় না, এটা আপনার OS -এ অন্যকিছু ইন্সটল করে না এবং এটা ইন্সটল করলে আপনার আগেকার ব্যবহৃত সমস্ত স্ক্যানার সফটওয়্যারগুলিও ঠিকঠাক কাজ করবে। এটা আপনার কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং অর্থ সাশ্রয়ও করে।
সফটওয়্যারটা ৭০০ টারও বেশী স্ক্যানার এবং ২০০ টারও বেশী  ডিজিটাল ক্যামেরা সাপোর্ট করে।

কিছু বৈশিষ্ট্যঃ-
• Works with 1200 flatbed and film scanners
• Runs on Mac OS X, Windows and Linux
• Improves your productivity and quality of scans
• Has been downloaded more than 5 million times
• Create raw scan files
• ICC profiles and color spaces
• IT8 color calibration
ডাউনলোড লিঙ্কঃ-

ডাউনলোড লিঙ্কে গিয়ে Free Download -এ ক্লিক করুন, তারপর সঠিক কোড দিয়ে Creat Download Link -এ ক্লিক করে যে লিঙ্ক তৈরী হবে সেটাতে ক্লিক করে ডাউনলোড করুন।


0 comments:

Post a Comment